রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জ নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নাসিক এর ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষনা স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা  রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

ফতুল্লায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

ষ্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জ জেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার।

 ৪ এপ্রিল রবিবার বেলা তিনটার দিকে মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিকরা ঘটনাস্থলে হাজির হয়ে হামলাকারী সালাউদ্দিনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত মিলন বিশ্বাস হৃদয় জানান, ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর শ্মশানের সামনে মহান মুক্তিযুদ্ধের “প্রতিরোধ স্তম্ভ” রয়েছে। এই প্রতিরোধ স্তম্ভ কে ঘিরে দীর্ঘ দিন ধরে একটি চক্র ইট, বালু, পাথরের ব্যবসা করে আসছে। প্রতিরোধ স্তম্ভ দখল করে কারা ব্যবসা করছে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে  আমাদের ফটো সাংবাদিক হাবিব খন্দকারকে সাথে নিয়ে যাই৷ প্রতিরোধ স্তম্ভের সামনের ছবি তুলে আমরা স্থানীয়দের সাথে কথা বলার সময় সালাউদ্দিন, জাকির হোসেন সহ অজ্ঞাতনামা ৫/৬ জন এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা নিজেদের পরিচয় দেয়ার পরও তারা হামলা বন্ধ করেনি। উল্টো আমাদের মোবাইল ফোন, ক্যামেরা নিয়ে ভেঙ্গে দোকানে আটকে রাখে। আমাদের সহকর্মীরা খবর পেয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম জানান, অফিসের এসাইনমেন্ট কভার করতে যাওয়ার পর আমার দুই সহকর্মীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। যার নেতৃত্বে হামলা করেছে সেই সালাউদ্দিন নারায়ণগঞ্জ এর গডফাদার শামীম ওসমানের ক্যাডার ছিল। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। দুই দিন আগে সে মামলায় জামিনে বের হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিরোধ স্তম্ভটি দখল করে সালাউদ্দিন নামের এক ব্যক্তি বিগত আওয়ামী সরকারের শাসনামল থেকে এখানে ব্যবসা করছে। বছরে একটি দিন প্রশাসনের পক্ষ থেকে এখানে ফুল দিলেও অন্য দিন থাকে তাদের দখলে। প্রতিরোধ স্তম্ভ দখল করে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়। হামলাকারী সালাউদ্দিন কে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..