শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাট শরণখোলায় রহমত হাসান তাজ(১৫) নামের ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১১ মে দুপুরে উপজেলার পশ্চিম ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে। তাজ গ্রামের হাসান বায়েজীদের পুত্র।
শরণখোলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম ধানসাগরের বাসিন্দা বায়জীদ ইলিয়াস এর বাড়ীতে সবার অগোচরে শনিবার দুপুরে স্কুল ছাত্র রহমত হাসান কীটনাশক পান করে। কিছুক্ষণ পরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে পরিবারের লোকজন হাসানকে নিকটস্থ মোড়েলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে অ্যাম্বুলেন্সে মারা যায়।
ঘটনার খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ রবিবার (১১ মে) সকালে পশ্চিম ধানসাগর গ্রাম থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রহমত হাসান ড. মাসুম বিল্লাহ ডিএন কারিগরি কলেজের ১০ম শ্রেণীর ছাত্র।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ওখানে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে আসা হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...