বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় একাধিক মামলার আসামী রাঙ্গু সোহেল গ্রেফতার রানীশংকৈলে বজ্রপাতে ১জনের মৃত্যু  শার্শায় টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ-বৃদ্ধ আটক জামিন পেলেন বিপুল পরিমাণ স্বর্ণসহ গ্রেপ্তারকৃত অভিনেত্রী কুড়িগ্রামে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু বিজিবি বেনাপোল টাস্কফোর্সের অভিযানে মোবাইল ও কসমেটিক্স আটক হরিণাকুন্ডুতে দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আটক আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট আইভী, ভার্চ্যুয়ালি হাজিরা মদনগঞ্জ মধ্যপাড়া জুনিয়র ক্লাবের উদ্যোগে অনুর্ধ-১৫ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল 

জামিন পেলেন বিপুল পরিমাণ স্বর্ণসহ গ্রেপ্তারকৃত অভিনেত্রী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক : জামিন পেলেন বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ গ্রেপ্তার ভারতের কন্নড় সিনেমার অভিনেত্রী রান্যা রাও। কিন্তু আপাতত জেলেই থাকতে হবে তাকে।

মঙ্গলবার অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত ২ লাখ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে।

পাশাপাশি এই মামলার আরেক অভিযুক্ত কোন্দারু রাজুকেও সমপরিমাণ টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়েছে।

তবে এই মামলায় জামিন পেলেও এখনই জেল মুক্তি নয় রান্যা রাওয়ের। কেননা বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারাতেও অভিযুক্ত তিনি।
সেই মামলায় এখনও জামিন মেলেনি তার।

এদিকে এদিন আদালত জানিয়েছে, জামিন পেয়ে জেলের বাইরে এলেও দেশ ছাড়তে পারবেন না এই কন্নড় অভিনেত্রী।

এর আগে গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার হন রান্যা রাও। এরপর তার বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লাখ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের স্বর্ণ। এই সব টাকা ও সোনার কোনও রসিদ বা উৎসের কথা জানাতে পারেননি অভিনেত্রী।

এ ঘটনায় দুবাইয়ের শুল্ক দপ্তর জানায়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে স্বর্ণ কিনেছিলেন। ওই সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চাইলেই ভারতেই ফিরেছিলেন। এভাবে বারবার দুবাই ভ্রমণের কারণ থেকে পুলিশ নিশ্চিত, স্বরণ পাচারের কাজেই এতবার সেখানে যেতে হয়েছিল কন্নড় অভিনেত্রীকে। গ্রেপ্তার হওয়ার পর অভিনেত্রীর বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগও উঠেছিল বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন রান্যা রাও। পরে আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..