বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় একাধিক মামলার আসামী রাঙ্গু সোহেল গ্রেফতার রানীশংকৈলে বজ্রপাতে ১জনের মৃত্যু  শার্শায় টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ-বৃদ্ধ আটক জামিন পেলেন বিপুল পরিমাণ স্বর্ণসহ গ্রেপ্তারকৃত অভিনেত্রী কুড়িগ্রামে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু বিজিবি বেনাপোল টাস্কফোর্সের অভিযানে মোবাইল ও কসমেটিক্স আটক হরিণাকুন্ডুতে দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আটক আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট আইভী, ভার্চ্যুয়ালি হাজিরা মদনগঞ্জ মধ্যপাড়া জুনিয়র ক্লাবের উদ্যোগে অনুর্ধ-১৫ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল 

শার্শায় টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ-বৃদ্ধ আটক

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: যশোর শার্শা বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় ঐ শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। ধর্ষক সিরাজুল ইসলাম উপজেলার বাগআঁচড়া এলাকার উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দিনের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

ধর্ষিতার মাতা গৃহপরিচারিকা ও বাবা পেশায় একজন ভ্যান চালক। তারা দুই জনই প্রতিদিন সকালে কাজের সন্ধানে বের হয়ে যায়। বাবা মা বাড়ীতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে গত শুক্রবার বিকালে প্রতিবেশী ৬০ বছর বয়সী বৃদ্ধ তার নিজ কক্ষে নিয়ে মেয়েটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন বলে ধর্ষিতার মাতা এজাহারে অভিযোগ করেছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, এ ঘটনায় আসামী সিরাজুল ইসলামকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারী পরিক্ষার জন্য ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..