রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই খালেদা জিয়ার অবস্থার উন্নতি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

র‌্যাবের পোশাকে ব্যবসায়ীর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মো. আবু কাওছার মিঠু / ১৮০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বাজারের মধু জুয়েলারী কারখানার ব্যবসায়ী ও তারাবো পৌরসভার নোয়াগাঁও এলাকার বাসিন্দা সৈকত বিশ্বাস(২৮) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর নগদ টাকা ও স্বর্ণালংকার র‌্যাবের পোশাক পরিহিত দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।

গত ২৬ জুলাই শনিবার রাতে ঢাকার তাঁতীবাজার থেকে লেগুনা করে বাড়ি ফিরার পথে যাত্রাবাড়ি- ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন।

রাবের পোশাক পরিহিত ৭/৮ সদস্যের একদল দুর্বৃত্ত প্রথমে ব্যবসায়ী সৈকত বিশ্বাসের বহনকারী লেগুনার গতিরোধ করে। পরে তাকে মারপিট করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এসময় ব্যবসায়ী সৈকত বিশ্বাসের কাছে থাকা নগদ ১লাখ ৭ হাজার টাকা, ১ জোড়া রুপার পায়েল, স্বর্ণেে দুইটি চেইন ও সাত ভরি স্বর্ণালংকারসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। পরে তাকে মতিঝিল দিলকুশা ইউনুস টাওয়ারের পাশে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে তার স্বজনরা যাত্রাবাড়ী থানায় অভিযোগ করলে পুলিশ তাকে উদ্ধার করে।

ব্যবসায়ী সৈকত বিশ্বাস জানায়, গতকাল ২৬ জুলাই শনিবার ব্যবসায়ীক কাজের জন্য ঢাকার তাঁতী বাজার যায়। সেখানে পুরনো স্বর্ণ বিক্রি, ক্রয়কৃত ও হলমার্ক করা স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ি- ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাসে র‌্যাবের পোশাক পরিহিত ৭/৮জন লোক তাদের বহনকারী লেগুনা গাড়ির গতিরোধ করে। পরে তাকে মারধর করে জোরপূর্বক লেগুনা থেকে নামিয়ে দুর্বৃত্তদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তার কাছে থাকা স্বর্ণ বিক্রির নগদ টাকা ও ক্রয়কৃত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে রাজধানীর মতিঝিল এলাকায় তাকে ফেলে যায়।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানা পুলিশ পরিদর্শক(অপারেশনস) খালেদ হাসান বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারে ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

যাত্রাবাড়ী থানা ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, র‌্যাবের পোশাক পরিহিত লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..