তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলার শালবাহান উচ্চ মাধ্যমিক বিএম ও কারিগরি কলেজের অধ্যক্ষ ”একরামুল হক” এর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যে করে ত্রিশ লাখ টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে এলাকার সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
জানাযায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর শালবাহান উচ্চ মাধ্যমিক বিএম কলেজের অধ্যক্ষ নিয়োগ কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পর একজন প্রভাষক ও একজন আয়াকে নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন অধ্যক্ষ। জাল জালিয়াতি করে উক্ত প্রভাষকের নামে সরকারি অংশের টাকা (এমপিওভুক্ত) হলে এলাকাবাসী ঘঠনাটি জানার পর অধ্যক্ষের নিকট জানতে গেলে তিনি জানান প্রভাষক ও একজন আয়াকে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করেই নিয়োগ দেয়া হয়েছিল। উক্ত কলেজের সাবেক সভাপতি ও নিয়োগ কমিটির সদস্য মাসুদ আলী সময় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।
কিন্তু তৎক্ষণাৎ মাসুদ আলী শিক্ষক কর্মচারী নিয়োগ দেন নাই তার স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ করেন।
তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও ডিজির প্রতিনিধি সহ অনান্য নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করে নিয়োগ দেওয়ায় তার বিচারের দাবী করে রবিবার ২৪ আগস্ট শালবাহান বাজারে অধ্যক্ষের বিরূদ্ধে আনিতে নিয়োগ বাণিজ্যে করে ত্রিশ লাখ টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে অধ্যক্ষের শাস্তি ও অপসারণের দাবি করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাসুদ আলী, সেকান্দার আলী, জাবেদুর রহমান জাবেদ ও সোহরাব আলী, আ. রাজ্জাক ২নং ইউপি বিএনপি সভাপতি প্রমূখ
বক্তারা অবিলম্বে বিগত সরকারের ধূসর ফ্যাসিস্ট অধ্যক্ষে একরামুল হকের অপসারণের দাবিসহ আইনগত ব্যবস্থার জন্য তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...