শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জ নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নাসিক এর ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষনা স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা  রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার হাসান আলীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রূপগঞ্জ নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত 

মো. আবু কাওছার মিঠু / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি হচ্ছে ইসলাম।  আমরা যে বৈষম্যহীন কল্যাণমূখী সমাজের স্বপ্ন দেখছি তা কেবলমাত্র ইসলামি বিধান প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। মানবতার কল্যাণে যারা কাজ করছেন, তাদেরকে পরিশ্রমী, বিনয়ী, আম্তরিক এবং গভীর মনোযোগী হয়ে কাজ করার জন্য তিনি আহ্বান জানান ।

২৯ আগষ্ট শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলার উদ্যোগে নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রূপগঞ্জ দক্ষিণ থানা আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হানিফ ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার সোনারগাঁও আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আলী খান, এডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ উত্তর থানা আমীর মাহফুজুল ইসলাম মজিদ, রূপগঞ্জ পশ্চিম থানা আমীর মাওলানা ফারুক আহমেদ, মুহাম্মদ খাইরুল ইসলাম, মুহাম্মদ আনিসুর রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল জব্বার  বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের যে প্রত্যাশা জনগণ করেছিল,  নির্বাচনী রোডম্যাপে তা দেখা যাচ্ছে না। নির্বাচনের পূর্বে জন প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, আগামী নির্বাচনে সৎ যোগ্য প্রার্থীদেরকে বিজয়ী করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।

ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, ইনশাআল্লাহ  কোন দূর্নীতিবাজ, দখলবাজ ও আত্মসাৎকারীকে আগামীতে জনগণ ভোট দিবে না।

জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, জনগণ আর ফ্যাসিবাদী দুঃশাসনের দিকে ফিরে যেতে চায় না।

আনোয়ার হোসেন মোল্লা বলেন, আগামী নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে রুপগঞ্জকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম সিরাজী বলেন, আগামী সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ-১ আসনে  (রূপগঞ্জ) বাধাহীনভাবে জনগন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে সত্য ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে পারে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..