ভারতের কয়েকটি দুর্গাপূজা মণ্ডপ এ বছর নানা বিতর্কের জন্ম দিয়েছে। এক মণ্ডপে দেখা গেছে দেবী দুর্গার হাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাটা মুন্ডু, অন্যদিকে অসুর রূপে তুলে ধরা হয়েছে বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে। এছাড়া আরেক মণ্ডপে অসুর রূপে চিত্রিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
এমন দৃশ্যকে কেউ কেউ শিল্পীসত্তার প্রকাশ হিসেবে দেখছেন, তবে অনেকেই মনে করছেন এটি প্রতিহিংসার রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
বিশ্লেষকদের মতে, দুর্গাপূজা একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। সেখানে সমসাময়িক রাজনীতিকে এভাবে শিল্পকর্মে উপস্থাপন করা কতটা যুক্তিযুক্ত-তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অন্যদিকে আয়োজকদের দাবি, সমাজের বাস্তবতা ও মানুষের দৃষ্টিভঙ্গিই শিল্পকর্মে প্রতিফলিত হয়।
এই ঘটনা নিঃসন্দেহে দুর্গাপূজার সাংস্কৃতিক ও ধর্মীয় আবহে এক নতুন বিতর্ক যোগ করেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...