১৩ অক্টোবর সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ রফিক আবেদীন’র নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ইলিশ মাছ সংরক্ষণ অভিযানে নবীগঞ্জ বাস স্ট্যান্ড বাজার থেকে আনুমানিক ৬ কেজি জাটকা ইলিশ ও বন্দর বৌবাজার থেকে ৭০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। জব্দ কৃত মাছগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুইটি এতিমখানায় বিতরণ করা হয়।
এতিমখানায় মাছ বিতরণকালে উপস্থিত ছিলেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন, ক্ষেত্র সহকারী মো. রাশেদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক।
আপনার মন্তব্য প্রদান করুন...