রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জ নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নাসিক এর ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষনা স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা  রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

রূপগঞ্জে প্রগতি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ পিঠা উৎসব

মো. আবু কাওছার মিঠু / ১৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

রুপগঞ্জ প্রতিনিধিঃ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেনি ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি বুধবার সকাল থেকে দিনব্যাপি উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড.মো. আজিজুর রহমান মোল্যা’র সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক আব্দুল মোল্লা’র সঞ্চালনার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাশির উদ্দিন বাচ্ছু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নত আলী, এ্যাড. আলম খান, মো. সফিউদ্দিন মোল্লা, সোনা মিয়া, দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের অভিবাবক সদস্য মোশারফ হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জোবায়দুর রহমান। মিজান মোল্লা, মজিবুর রহমান, যাদব চৌধুরী, রাকিব মোল্লা, জাহিরুল মোল্লা, তানবীর মোল্লা, আপ্তু মিয়া, আব্দুল কুদ্দুস, সুরুজ মিয়া, আমির হোসেন, আব্দুল মান্নান, মনির হোসেন, মোক্তার হোসেন, আব্দুল মতিন, সুমন মোল্লা প্রমুখ।

এসময় অতিথিরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য বলেন, এটি গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য, এক সময় বাংলার ঘরে ঘরে শীত আসলে পিঠা বানানোর ধুম পড়ে যেত। কিন্তু আধুনিকতার উৎকর্ষে এ ঐতিহ্য অনেকটাই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যটাকে ধরে রাখতে পিঠা উৎসবের আয়োজন করা দরকার। নবীনরা এ ঐতিহ্যকে লালন করে আগামী প্রজন্মের কাছে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে এ আয়োজন সার্থক হবে।

পিঠা উৎসবে বিভিন্ন স্টলে প্রায় ৫০ প্রকারের দেশীয় পিঠা প্রদর্শন করা হয়। এর মধ্যে পাপড়ি, ঝিনুক, তালের কোন, নারিকেল, পাক্কন, রেশমি, ত্রিভুজ, ঝিলমিল, ডিম সুন্দরী, হৃদয় হরণ, বেণী, চন্দ্রপুলি, চিংড়ি পিঠা, মুখ চাহনী ইত্যাদি। পরে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..