রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জ নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নাসিক এর ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষনা স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা  রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

অভয়নগরে সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধ বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ 

মো. কামাল হোসেন / ৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধে বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে পুস্প রাণী অধিকারী নামে এক অসহায় বৃদ্ধা নারী সুষ্ঠ বিচার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। তিনি উপজেলার নওয়াপাড়া (দক্ষিণ) গ্রামের কৃষ্ণপদ অধিকারীর মেয়ে।

অভিযোগকারী পুস্প রাণী অধিকারী বলেন, আমার ভাই নারায়ন চন্দ্র অধিকারী বয়স্ক ভাতাভোগী অবস্থায় মারা যান। ভাইয়ের মৃত্যুর পর বৌদির নামে বই করে দেওয়ার কথা বলে ওই ভাতার বইটি হাতিয়ে নেন ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার। সেই সময় বইয়ে জমা থাকা ৮ হাজার টাকা আত্মসাত করাসহ মোটা অংকের টাকার বিনিময়ে বইটি অন্যের নামে করিয়ে দেন তিনি।

পুস্প রাণী অধিকারী আরো বলেন, সম্প্রতি আমার মা রেনু বালা অধিকারী মারা যাওয়ার পর আমি অসহায় অবস্থায় জীবন যাপন করছি। যে কারণে মায়ের বয়স্ক ভাতার কার্ড আমার নামে করার জন্য আবেদন করেছি। কিন্তু ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার আমার নামে করতে রাজি না হয়ে বইটি হাতিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। যাতে পূর্বের ন্যায় টাকার বিনিময়ে বইটি অন্যের নামে করিয়ে দিতে পারেন। তার এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সুষ্ঠ বিচার ও প্রতিকার পেতে লিখিত অভিযোগ করেছি।

এদিকে অভিযুক্ত ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ উদ্দেশ্যমূলক ও বানোয়াট। কয়েক বছর আগের ঘটনা কেন্দ্রীক আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, পুস্প রাণী অধিকারী নামে এক নারীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..