রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জ নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নাসিক এর ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষনা স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা  রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

তাহিরপুরে বসতঘরে আগুন, ৫ জনের নামে অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

সনামগঞ্জ,প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পুর্ব শত্রুতার জেরে জুয়েল মিয়া নামের এক ব্যক্তির বসতঘরে আগুনের ঘটনায় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি। এ বিষয়ে ভুক্তভোগী জুয়েল মিয়া ৫জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানা একটি লিখিত অভিযোগ করেন।

জুয়েল মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কালা শ্রীপুর গ্রামের জাফর আলীর ছেলে।

ঘটনাটি বুধবার (৭মে) রাত আনুমানিক ১১টার সময় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কালা শ্রীপুর গ্রামে ভুক্তভোগী জুয়েল মিয়ার বসতঘরে ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কালা শ্রীপুর গ্রামের মৃত লোকমানের ছেলে রমজান মিয়া(৩২), একই গ্রামের মৃত আজমান আলীর ছেলে ছবুর আলী(৫০), আবুল কালামের ছেলে শাইম(২২), ছবুর আলীর ছেলে উজ্জ্বল (২৫), মৃত লোকমানের ছেলে এমরান।

অভিযোগ সুত্রে জানাযায়, ঘটনার কিছুদিন পূর্বে ভুক্তভোগী জুয়েল মিয়ার গ্রামে পুলিশ জুয়েল মিয়াকে পাইয়া রমজান আলীদের বসতঘর কোথায় জিজ্ঞাসা করিলে ভুক্তভোগী জুয়েল মিয়া সরল বিশ্বাসে পুলিশ কে রমজান আলীদের বাড়ি দেখাইয়া দিলে ভুক্তভোগী জুয়েল কে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি করে আসছে।

এ বিষয়ে ভুক্তভোগী জুয়েল মিয়া সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা পোষণ করে জুয়েল মিয়ার ক্ষতি করার অপচেষ্টা করে আসছে। গত (৭মে) আনুমানিক ১১টায় জুয়েল মিয়া ও তাহার পরিবার বাড়ির বাহিরে থাকা অবস্থায় জুয়েল মিয়ার নির্মাণাধীন সেমিপাকা বসতঘরে আগুন দিয়ে ক্ষতি সাধন করে।

জানা যায়, জুয়েল মিয়া পরিবারসহ বাড়ির বাহিরে থাকায় খালি ঘরের প্রতিবেশীদের রাখা গরুর খড়সহ অভিযুক্ত ব্যাক্তিদের লাগলো আগুনে বসতঘরের টিনের চাল,কাঠসহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী জুয়েল মিয়ার বড়ভাই সোহেল মিয়া জানান, পুর্ব শত্রুতার জেরে আমার ঘরে আগুন দিয়েছে অভিযুক্ত ব্যক্তিরা এতে আমার দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত রমজান আলী জানান, এ বিষয়ে আমি কিছুই জানিনা আমাকে অহেতুক হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।

একই ভাবে অভিযুক্ত ছবুর আলী বলেন, আমার বাড়ি নদীর এপারে আমরা আগুন লেগেছে শুনে ঘুম থেকে উঠে দেখেছি আগুন এছাড়া আর কিছুই জানিনা।

এব্যাপারে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর ফোনে একাধিক বার ফোন দিলেও ফোন রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..