স্টাফ রিপোর্টারঃ আড়ং ঘাটা থানার বিল ডাকাতিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী পবিত্র মন্ডল ও সাধন মন্ডল সহ আরও ৫/৬ জন সকাল ১১ টার সময় দৈনিক বাংলার দূত ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাংবাদিক অনিমেষ কুমার মন্ডলের নিজ বাড়িতে চাপাতি, দা, হাতুড়ি, হাইসো ও অন্যান্য দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
তারা সাংবাদিকের হাতের কব্জিতে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে, এতে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসীর সাহায্যে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল অনিমেষ মন্ডলকে হত্যা করা।
এই হামলায় অনিমেষ মন্ডলের তিন ভাই গুরুতর আহত হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আপনার মন্তব্য প্রদান করুন...