শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন

ফতুল্লা থানাধীন বাশমুলি রাজু প্রধান বাহিনী আবারও বেপরোয়া

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আতংক এক নাম মানুষের মনের বিরাজ করছে ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের এর বাশমুলি রাজু প্রধান বাহিনী?

প্রত্যাক্ষদ্শীরা জানায়, বাশমুলী নূর মসজিদ এলাকা এই বাহিনী ধারা দিন দিন মানুষের মনে আতংক মূর্তিমান হয়ে উঠেছে মাদক ছিনতাই দেহ ব্যবসায় চাঁদাবাজীর মতো জগন্য কাজে এরা দিনদিন আরও বেপরোয়া হয়ে উঠছে ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের গনঅভ্যুত্থানে দেশ ফ্যাসীবাদ সরকারের পতন ঘটলেও এরা আরও সক্রিয় হয়ে উঠছে দিন দিন।

তথ্য মতে জানায় যায়, রাজু প্রধান একসময়ে ফ্যাসীবাদী সরকারের আমলে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল বাদলের অনুসারী হয়ে নানা অপকর্মে জড়িত ছিলো বলে জানাযায় প্রত্যাক্ষ চাষারায় ছাত্রদের বাধা বিপওি করে আসে চেয়ারম্যান কথামতো এছাড়াও এলাকায় এক ত্রাস রাজত্ব দিন দিন কায়েম করছে এলাকা অনেক ব্যাক্তি নাম বলতে অনিচ্ছুক বলে ২০/২২টি হত্যায় মামলা, মাদক মামলায় গুম চাঁদাবাজী সহ একাধিক মামলার আসামী কয়দিন পরপর পুলিশের কাছে গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আসার পর আবার বেপরোয়া হয়ে উঠে ভয়ে আমরা কিছু বললে আমাদের ধারালো অস্র নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে হামলা করে রাজু প্রধানের ইশারায় এলাকায় ৪টি মাদক স্পট চলে বলে প্রত্যাক্ষ দর্শীরা ভিবিন্ন পত্র-পএিকায় লেখা হলে ও যেন এই রাজু বাহিনী তোয়াক্কা করে না এমনকি পুলিশ প্রসাশনের তোয়াক্কা করেনা। আমরা একে আইনের আওতায় দেখতে চাই এবং পাশাপাশি যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..