২৮ ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব কল্যান্দী ঈদগাহ মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইসলামী সমাজ কল্যান পরিষদের সভাপতি ইব্রাহিম সরকার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলার জামায়েতর আমীর খোরশেদ আলম ফারুকী। প্রধান বক্তা ছিলেন, আরিফুর রহমান।
বিশেষ মেহমান মাওলানা আবু হুরায়দা, ইমাম ও খতিব পশ্চিম নয়া নগর বায়তুল আর্তিক জামে মসজিদ। কল্যান্দী জামে মসজিদের সভাপতি সামসুল হক, সহ-সভাপতি সালেহ আহমেদ, মুকফুলদী নয়া নগর ইসলামী সমাজ কল্যানের সভাপতি এড: সাহানম সাহিন,
হাফেজ কারী আ. রহিম, আব্দুর রফিক প্রমুখ।
এ সময় সুবিদা বঞ্চিত পরিবারদের মাঝে১০০টি ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...