সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

বাবার হাত ধরে ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে শিশুরা

মো. খোরশেদ আলম / ৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

পাইকগাছা (খুলনা )প্রতিনিধি: পাইকগাছায় আনন্দ উৎসব আমেজের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ-উল-ফিতর। জাতি, গোত্র, ধনী, গরীব নির্বিশেষে সকল পর্যায়ের মানুষ এক কাতারে ঈদের নামাজ আদায় করেছে।

ঈদগাহে বাবা-চাচাদের সাথে ঈদের নামাজ পড়তে আসা শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছিল চোখে পরার মত।

সোমবার (৩১ মার্চ) পাইকগাছায় পবিত্র ঈদ-উল- ফিতরের দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের সময় এ দৃশ্য দেখা যায়।

পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে সাবেক গদাইপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বিএনপি’র নেতা, সাধারণ মানুষের ভালোবাসার আশ্রয়স্থল। গরীব, দুঃখী ও অসহায় মানুষের বন্ধু হয়ে এলাকার উন্নয়নসহ নানা ভূমিকা রাখতেন মরহুম গাজী মিজানুর রহমান মন্টু্ তারই নাতি গরিব নেওয়াজ তাহির বাবা কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও চাচা রাজিব নেওয়াজ এবং পারভেজ নেওয়াজদের হাত ধরে ঈদের নামাজ আদায় করেছেন। ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় পরে পরিপাটি গায়ে সুগন্ধি লাগিয়ে ঈদগাহে এসেছেন এসকল শিশুরা।

ঈদগাহে নামাজ পড়তে আসা ১১ বছরের শিশু গরিব এ নেওয়াজ তাহির বলেন, দাদা না থাকায় বাবাও চাচাদের সাথে ঈদগাহে নামাজ আদায় করতে এসেছি। তিনি জানান, ঈদের নতুনও জামা পড়েছি।

গরিব এ নেওয়াজ তাহিরের বাবা পৌরসভা ৬ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর ও পৌরসভার ১ নং যুগ্ম আহ্বায়ক বিএনপি’র নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, ঈদের দিন আনন্দের দিন। আজ আব্বু বেঁচে থাকলে ওর দাদুর সাথে আসতো ঈদের নামাজ আদায় করতে। সবার পিতা-মাতার জন্য দোয়া রইল। শিশুদের জন্য এ দিনটি বিশেষ আনন্দের। তাই ছেলেকে নিয়ে ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে এসেছি। পৌরবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা “ঈদ মোবারক”।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..