শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের পূর্বে গণভোটের দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন- আনিসুল হক পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল ফসলের আবাদ বৃদ্ধির জন্য উদ্ধুদ্ধকরণ সভা রূপগঞ্জে চার যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম চাঞ্চল্যের সৃষ্টি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে স্কুলে স্কুলে বাবুলের পানির ইউনিট স্থাপন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিস্কার ও ডেঙ্গু কিট প্রদান করেন- আবু জাফর আহমেদ বাবুল রূপগঞ্জে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেল ৮ শতাধিক দরিদ্র মানুষ রাণীশংকৈলে দিনমজুরের বাড়িতে কৃষি কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প  মাসুদুজ্জামান এর পক্ষে হাজী নূরুদ্দিন আহমেদ কে নিয়ে সাহাদুল্লাহ মুকুলের পথসভা ও লিফলেট বিতরণ

রাতে কাঁথা-কম্বল মুড়ে সড়কে অবস্থান ইবতেদায়ির শিক্ষকদের

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দিনভর অবস্থান কর্মসূচি পালনের পরও কোনো ধরনের আশ্বাস পাননি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকেরা। সোমবার (২৭ জানুয়ারি) রাতেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ সংলগ্ন সড়কে অবস্থান করবেন।

সোমবার রাত ১১টা নাগাদ দেখা যায়, শিক্ষকদের অনেকেই শীতের মধ্যে পথে শুয়ে পড়েছেন। সড়কের ওপর বস্তা-পলিথিনের কাগজ বিছিয়ে তার ওপর পাতলা কাঁথা-কম্বল মুড়িয়ে আছেন।

এরমধ্যে অনেক নারীও রয়েছেন। কেউ কেউ এখনো বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আলাপ-আলোচনা করছেন।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের জন্য শিক্ষকেরা সরকারকে পুনরায় মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন। এরমধ্যে কোনো সমাধান না হলে তারা পুনরায় কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।

আন্দোলনের অন্যতম সংগঠক নূরুল আমিন বলেন, আজ সারা দিন আমাদের কোনো সমাধান দেওয়া হয়নি। আমরা হতাশ। গতকাল আমরা শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাসচিব ও মাদরাসা অধিদপ্তরের ডিজির সঙ্গে সাক্ষাৎ করি। আজ আমাদের সমাধান দেওয়া কথা ছিল।

তিনি বলেন, আমরা আজ রাতেও অবস্থান করছি। আগামীকাল দুপুর ২টার মধ্যে আমাদের দাবি মেনে জাতীয়করণ করার দাবি জানাচ্ছি। আমরা আশা করছি, আগামীকাল সমাধান আসতে পারে।

আরেক সংগঠক এজাজ কায়সার বলেন, অবস্থান কর্মসূচি চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমরা আশা করছি, আগামীকাল ভালো কোনো সমাধান আসবে।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে গত ১৯ জানুয়ারি থেকে শিক্ষকেরা রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দিয়ে তারা প্রেসক্লাব থেকে শাহবাগের দিকে পদযাত্রা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..