রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই খালেদা জিয়ার অবস্থার উন্নতি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

সৌদি আরবে মরুভূমিতে প্রবাসী শ্রমিকদের খোঁজ নিলেন আসিফ নজরুল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩১৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে একটি কৃষি খামারে (মাজরা) কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২৯ জানুয়া‌রি) রিয়াদের বাংলা‌দেশ দূতাবাস জানায়, উপদেষ্টা কর্মীদের স‌ঙ্গে ঘুরে ঘুরে তাদের পরিশ্রমে মরুর বুকে গড়ে ওঠা কৃষি খামারের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন। প্রবাসী শ্রমিকদের কল্যাণে সরকারের আন্তরিকতা ও সহানুভূতির প্রতিফলন হিসেবেই তার এই পরিদর্শন।

রিয়াদ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আল খারজ এলাকায় অবস্থিত এই খামারে কাজ করছেন অসংখ্য বাংলাদেশি শ্রমিকরা, যারা মরুভূমির কঠিন পরিবেশে কৃষিকাজ করে প্রতিনিয়ত দেশে রেমিট্যান্স পাঠান।

ড. আসিফ নজরুল প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে মনোযোগ দিয়ে শুনেন। তিনি কৃষি খামারের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন এবং সেখানে শ্রমিকদের দুঃখ-কষ্ট ও চাহিদাগুলোর প্রতি সমবেদনা জানান।

এছাড়া, শ্রমিকদের বসবাসের জায়গা ও খাবারের বিষয়েও খোঁজ নেন এবং তাদের সুবিধা বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

প্রবাসীদের তিনি বলেন, ‘আপনারা যে কষ্টে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা সব সময় আপনার পাশে আছি এবং যেকোনো প্রয়োজনে দূতাবাসের সাহায্য গ্রহণ করতে আপনাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

ড. আসিফ নজরুল তার বক্তব্যে প্রবাসী শ্রমিকদের এই কঠিন সময়েও বাংলাদেশের অর্থনীতির জন্য যে বড় ভূমিকা পালন করছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, ‘সরকার প্রবাসী শ্রমিকদের কল্যাণে নানা ধরনের সুবিধা প্রদানের চেষ্টা করছে, যাতে তারা আরও ভালোভাবে কর্মরত থাকতে পারে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজতর হয়।

এছাড়া, তিনি প্রবাসী শ্রমিকদের জন্য ভবিষ্যতে আরও উন্নত পরিসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..