উপকূলবর্তী দক্ষিণাঞ্চলের উন্নয়নে সুন্দরবন জেলা বাস্তবায়ন সময়ের দাবি: অব. সচিব মো. তৌহিদুর রহমান।
পাইকগাছা উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান কল্পে স্থানীয় সুধী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অব. সচিব মো. তৌহিদুর রহমান।
মতবিনিময় সভায় অব. সচিব মো. তৌহিদুর রহমান বলেছেন, উপকূলবর্তী দক্ষিণাঞ্চলের উন্নয়নে সুন্দরবন জেলা বাস্তবায়ন সময়ের দাবি। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, যুগ্ম আদালত,বাসস্ট্যান্ড, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সহ জনবল সংকট, অবৈধ ভূমি দখল, ব্রীজের টোল ফ্রি, পৌরভবন নির্মাণ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, লবণ পানি মুক্ত, ফায়ার সার্ভিস স্টেশন সহ বিভিন্ন সমস্যা সমাধানের একমাত্র পথ সুন্দরবন জেলা বাস্তবায়ন।
১ মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অব. সচিব মো. তৌহিদুর রহমান এসব কথা বলেন।
এসময় বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ডা. ইব্রাহিম গাজী, ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও উৎপল কুমার বাইন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকি, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাবেক কাউন্সিলর ইমরান সরদার, আনোয়ারুল ইসলাম, মোর্তজা জামান আলমগীর রুলু, অ্যাড. সাইফুদ্দিন সুমন, জামায়াতের মাও. আব্দুল্লাহ আল মামুন, ছাত্র শিবির উপজেলা সভাপতি আল মামুন, ছাত্র আন্দোলনের আব্দুল কাদের নয়ন, হাফিজ তারিক, সাদমান মোরশেদ, গাজী তানভীর আহমেদ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি মোসলেম উদ্দিন, আলাউদ্দীন রাজা, বাবুল আক্তার, পূর্ণ চন্দ্র মন্ডল, আসাদুজ্জামান, সবুজ, ব্যবসায়ী মিরাজুল ইসলাম, ইলিয়াস হোসেন, আনোয়ার হোসেন, সুভাষ রায়, নিজাম উদ্দিন, হুরায়রা বাদশা, দিপংকর প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...