বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রফিকুল ইসলাম রফিক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের নীচে কাটা পড়ে মারা গেলেন আব্দুল খালেক (৬৮) নামের এক বৃদ্ধা।

সোমবার (২৬মে) বিকাল সাড়ে ৫টায় রাজারহাট- তিস্তা রেল সড়কের মন্ডলের বাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল খালেক উপজেলার সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল খালেক প্রতিদিনের ন্যায় গরুকে ঘাস খাওয়াতে মন্ডলের বাজার নামক এলাকায় নিয়ে আসেন। এসময় রেল লাইলে থাকা তার গরুটিকে বাঁচাতে গিয়ে পা ফসকে ট্রেনে নীচে কাটা পড়ে মারা যান তিনি।

পরে স্থানীয়রা তার ছিন্ন বিছিন্ন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় যান।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..