শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নাসিক এর ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষনা স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা  রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার হাসান আলীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  রূপগঞ্জে গ্যাসের চার শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ইউএনও’র নির্দেশে বে-আইনি ভাবে বালু উত্তোলনের গর্তে ডুবে এক শিশুর মৃত্যু তেঁতুলিয়ায় বিএম কলেজ অধ্যক্ষের বিরূদ্ধে নিয়োগ বাণিজ্যে এলাকাবাসীর মানববন্ধন

তাহিরপুর সীমান্তে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারে এলাকাবাসীর মানববন্ধন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই সোমবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও বাজারে এলাকাবাসী এর আয়োজন করে। এসময় কয়েকটি গ্রামের মানুষজন অংশ গ্রহণ করে সমথর্ন জানান।

এসময় বক্তারা বলেন, ডা. শামসুদ্দিন নিজে ও গ্রামের বয়োজ্যেষ্ঠ ও সচেতন মহলকে নিয়ে চুরি হওয়া গরু গুলোকে উদ্ধার করে গরুর মালিকের কাছে পৌঁছে দেয়। এলাকার অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কাজ করার পরও এই ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রীমহল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উত্তর শ্রীপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক ডা. শামসুদ্দিনকে নিয়ে মিথ্যা বানোয়াট ও মনগড়া সংবাদ প্রকাশ করেছে। এছাড়া এলাকার বালু নিয়ের অপ্রচার চালায় ডা. শামসুদ্দিন ও হাবিবুর রহমানকে নিয়ে। যার সাথে বাস্তবের কোনো মিল নেই। একই সাথে তার পরিবারের সদস্যদেরকে ও কেন্দ্রীয় এক বিএনপি নেতাকে জড়িয়েছে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে একটি কুচক্রী মহল।

এলাকাবাসী বলেন, ডা. শামসুদ্দিন এলাকার একজন পরিচ্ছন্ন ও সৎ এবং মানব দরদী মানুষ। এলাকার মানুষ জন এই মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উত্তর শ্রীপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক ডা. শামসুদ্দিন, মো. আতালিব, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক, রাশিদ মেম্বার, সাবেক মেম্বার আয়নাল, জসিম মিয়া, রিফাত মিয়া, বাহার উদ্দিন, রফিক মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..