শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকের সাথে অ্যাডভোকেট বিশুর অশোভন আচরণ ৭২ ঘন্টার আল্টিমেটাম  সুনামগঞ্জ-১ আসনে মো. মাহবুবুর রহমান তৃণমূল বিএনপির পছন্দ নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলে অবৈধ গরুর হাট বন্ধ ও ৯টি বালুর গদিতে উচ্ছেদ অভিযান দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি থেকে দেশ রক্ষার আহবান রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে বেদখল সরকারি খাল উদ্ধার  ফুলবাড়ীর ছাত্র শিবিরের আয়োজনে উপ শাখার দায়িত্বশীলদের সমাবেশ  জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সারা বাংলাদেশে ১ম স্থান এবং শ্রেষ্ঠ যুব সংগঠক পদক পেলেন আল সাজিদুল ইসলাম গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমান আদালত তেঁতুলিয়া উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক-সাবেত আলী

তেঁতুলিয়া উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক-সাবেত আলী

জুলহাস উদ্দীন / ৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমসহ তেঁতুলিয়া বেরং কমপ্লেক্স, পিকনিক কর্ণার ও ডাকবাংলো সহ পর্যটন সম্ভবনার চলমান উন্নয়নের কাজ, বিনোদন পার্ক হিসাবে তেঁতুলিয়ার মহানন্দা পার্কের উন্নয়ন, পরিবেশকর্মী মামুনের আকাশতলার পাঠশালা, শিশুস্বর্গ বিদ্যা নিকেতন, তেঁতুলিয়া মডেল থানা, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ ও ডাহুক নদীর পাথর মহালে অবৈধ ড্রেজার মেশিন বন্ধের জন্য জনসচেতনতা তৈরীর লক্ষ্যে মাঠ পর্যায়ে নদী পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী।

সোমবার (১১ আগষ্ট) সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিদর্শন অব্যাহত রাখেন।

শুভেচ্ছা বিনিময়ের পর তিনি প্রথমে তেঁতুলিয়া ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে পরিদর্শন করেন। এরপর শালবাহান কালী তোলায় ড্রেজার নিয়ে শ্রমিকদের সাথে মতবিনিময় করেন, পরে পরিবেশ পদক প্রাপ্ত মাহামুদুর রহমার মামুনের পাঠাগার শিশুসর্গের শিক্ষার্থীদের পড়ালেখার ও অবকাঠামো পরিদর্শন করেন।  এর পর পর্যটনের তীর্থ ভূমি পিকনিক কর্ণার  ডাকবাংলো ও মহানন্দা পার্কের অবকাঠামো উন্নয়নের কাজ পরিদর্শন করেন।  এরপর  তেঁতুলিয়া মডেল থানা ও উপজেলা পরিষদ চত্বর পরিদর্শন করেন।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিমাসে উপজেলা পরিদর্শনের নির্দেশনা অনুযায়ী আজ আমরা তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করছি।পর্যটন নির্ভর বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ পরিদর্শন করেছি।তেঁতুলিয়া মডেল থানা,  ভূমি অফিস, একটি স্কুল,  একটি পাঠশালা সহ পাথর মহাল পরিদর্শন করেছি।পর্যটন খাতের উন্নয়নে তেতুলিয়া বাসীর দাবির প্রেক্ষিতে একটি সুইমিং পুল নির্মানে উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু,উপজেলা ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..