জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান
সারাদেশের ন্যায় ২৬ জুলাই শনিবার সকাল ১০ টায় বন্দর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই মাইনষ্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রী ও শিক্ষিকাদের স্বরনে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে সবাইকে নিয়ে একসাথে শপথ বাক্য পাঠ করা হয়।
বন্দর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফয়সাল কবীর’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলাউদ্দিন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহানশাহ ভূঞা।
আপনার মন্তব্য প্রদান করুন...