সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাহিরপুর উপজেলা শাখার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন, বাগলী ১নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি ও নির্যাতিত নেতা মো. কামাল হোসেন।
উল্লেখ্য; বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীপুর উত্তর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটিতে সদস্য পদ পাওয়ায় (আওয়ামীলীগ) ক্ষমতা থাকাকালীন সময়ে কারাবরণ ও নির্যাতিত বিএনপি নেতা মো. কামাল হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপি (আহবায়ক) মো. বাদল মিয়া ও ১নং যুগ্ম আহবায়ক মো. জুনাব আলীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মো. কামাল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন আহবায়ক মো. লায়েছ মিয়া ও সদস্য সচিব মোশাহিদ আলীসহ উক্ত ইউনিয়নের সকল ওয়ার্ডের (সাবেক) বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
পরিশেষে মো. কামাল হোসেন বলেন, তার উপর এই সদস্যর দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া চাই।
আপনার মন্তব্য প্রদান করুন...