শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকের সাথে অ্যাডভোকেট বিশুর অশোভন আচরণ ৭২ ঘন্টার আল্টিমেটাম  সুনামগঞ্জ-১ আসনে মো. মাহবুবুর রহমান তৃণমূল বিএনপির পছন্দ নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলে অবৈধ গরুর হাট বন্ধ ও ৯টি বালুর গদিতে উচ্ছেদ অভিযান দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি থেকে দেশ রক্ষার আহবান রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে বেদখল সরকারি খাল উদ্ধার  ফুলবাড়ীর ছাত্র শিবিরের আয়োজনে উপ শাখার দায়িত্বশীলদের সমাবেশ  জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সারা বাংলাদেশে ১ম স্থান এবং শ্রেষ্ঠ যুব সংগঠক পদক পেলেন আল সাজিদুল ইসলাম গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমান আদালত তেঁতুলিয়া উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক-সাবেত আলী

হরিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

সিরাজুল ইসলাম / ৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

ঠাকুরগাঁও প্রতিবেদক: ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফ হাসান নামে এক শিক্ষক ২ জুন সোমবার মহেন্দ্র গাড়ির সাথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, শরিফ হাসান সকালে বনগাঁও বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে আসার সময় বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে ইট বাহী মহেন্দ্র গাড়িকে সাইড দিতে গিয়ে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।

শরিফ হাসান বনগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অবঃ ওয়াইজুল ইসলামের ছেলে। শরিফ হাসান এক সন্তানের জনক ছিলেন। এই দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই দূঘটনার সংবাদ পেয়ে ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীরা ছুটে যান ঘটনাস্থলে নিহতের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।  পালিয়ে যাওয়ার সময় মহেন্দ্র গাড়ি ও চালাককে জনতা আটক করে।

দ্রুত হরিপুর থানায় সংবাদ দেয়, পরবর্তীতে হরিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল দ্রুত ফোর্স ঘটনাস্থলে  পৌঁছান, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম ও পৌঁছায়  ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধারের জন্য কার্যক্রম শুরু করে, আইনী কার্যক্রম প্রকৃিয়াধীন।

ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আজ বিদ্যালয়ে গ্রীষ্মকাল ও ঈদুল আজহা উপলক্ষে ছুটি হবে। ছাত্র-ছাত্রীদের উৎসাহে স্কুলে বনভোজনের আয়োজন ছিলো। এই আনন্দের দিনে সকল ছাত্র-ছাত্রীদের কাঁদিয়ে তিনি চলে গেলেন। তিনি অসাধারণ উদীয়মান তরুণ মেধাবী শিক্ষক ছিলেন। শেষ কর্মদিবসে বনভোজনের আসলো না, আমাদের মাঝ থেকে আমরা একজন ভালো  মানুষকে হারালাম। বর্তমানে এলাকা সহ পরিবারটিতে শোকের মাতম বইছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..