শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
নাসিক এর ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষনা স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা  রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার হাসান আলীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  রূপগঞ্জে গ্যাসের চার শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ইউএনও’র নির্দেশে বে-আইনি ভাবে বালু উত্তোলনের গর্তে ডুবে এক শিশুর মৃত্যু তেঁতুলিয়ায় বিএম কলেজ অধ্যক্ষের বিরূদ্ধে নিয়োগ বাণিজ্যে এলাকাবাসীর মানববন্ধন

যশোরে ৮টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী গ্রেফতার

মো. মানিক হোসেন / ২২১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ন

যশোর জেলা প্রতিনিধিঃ যশোরে ১ কেজি ৯৭০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৫ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন তারাগঞ্জ বাসস্ট্যান্ডের রাস্তার ওপর থেকে তাদের আটক করে। আটক দু’জনের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন ঘীবা সীমান্তে বলে জানা গেছে।

আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন ঘীবা দক্ষিণ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৭) এবং একই গ্রামের শাহজাহান আলীর ছেলে মহিনুর রহমান।

এ সময় তাদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১ কেজি ৯৭০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার আটক করা হয়। এছাড়াও ৩টি মোবাইল ও ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো ঘীবা সীমান্তে নিয়ে যাচ্ছিল।

আটক করা স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৪১ লক্ষ ৮৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এর আগে গত দুই দিন আগে ১৩ জুলাই যশোর ৪৯ ব্যাটালিয়ন (বিজিবি)-এর সদস্যরা বাঘারপাড়া থানার ধলগাঁ বাসস্ট্যান্ড রাস্তার ওপর অভিযান চালিয়ে ১১টি স্বর্ণের বার সহ তিন যুবককে আটক করে।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা থেকে যশোর-বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।

তারা আরও জানায়, ঢাকার সদরঘাট এলাকা থেকে তারা চোরাকারবারীদের নিকট থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে সীমান্ত পর্যন্ত বহন করছিল। এছাড়া সীমান্তের কারা এই স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত এবং কীভাবে ভারতে পাচার হয় সে ব্যাপারেও তথ্য সংগ্রহ করেছে বিজিবি।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক স্বর্ণগুলো যশোর বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণ সহ দুই আসামি আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..