শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নাসিক এর ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষনা স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা  রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার হাসান আলীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  রূপগঞ্জে গ্যাসের চার শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ইউএনও’র নির্দেশে বে-আইনি ভাবে বালু উত্তোলনের গর্তে ডুবে এক শিশুর মৃত্যু তেঁতুলিয়ায় বিএম কলেজ অধ্যক্ষের বিরূদ্ধে নিয়োগ বাণিজ্যে এলাকাবাসীর মানববন্ধন

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান

জুলহাস উদ্দীন / ১০০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের তেঁতুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের(পিবিজিএসআই) স্কিম এসইডিপি’র আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১জুলাই) উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী ৩৮জন সেরা শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

উপজেলা নিবার্হী অফিসার আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, একাডেমি সুপারভাইজার আটোয়ারি রেজাউল নবী রাজা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ভজনপুর ডিগ্রি কলেজে অধ্যক্ষ শিপন মো. হাবিবুর রহমান, মাঝিপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোজাহারুল হক, আজিজনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ মিয়া। শিক্ষার্থীদের মধ্যে জহিরুল ইসলাম, অভিভাবকদের মধ্যে তরিকুল ইসলাম।

২০২২-২৩ শিক্ষাবর্ষে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় সবোর্চ্চ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৩৮ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এছাড়া এসএসসি ও সমমান নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেকে ১০ হাজার এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের নির্বাচিত শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে পুরস্কারের অর্থ প্রদান করেন পিবিজিএসআই স্কিম এসইডিপি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..