রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার বিসমিল্লাহ আড়তের পাশের আরএসআরবি নামের এক ইটভাটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
৩০ নভেম্বর রবিবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ইট ভাটার পাশে শ্রমিকদের থাকার ২০টি টিনের ঘর আগুন পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান বলেন, গত রবিবার ভুলতা গাউছিয়া এলাকার আরএসআরবি নামের এক ইটভাটায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ইটভাটার পাশে শ্রমিকদের থাকার ২০টি টিনের ঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি।
আপনার মন্তব্য প্রদান করুন...