২৬ মার্চ গণবিদ্যা নিকেতন এক্স স্টুডেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব ওবায়েদ উল্লাহ, সভাপতি এডহক কমিটি।
বিশেষ অতিথি ছিলেন, মো. মুঈন উদ্দিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়,
মো. মুজিবর রহমান মজিব’র সভাপতিত্বে ও এক্স স্টুডেন্টস এসোসিয়েশন সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ভূঁইয়া’র সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রাক্তন ছাত্রদের মাঝে, ব্যবসায়ী, শিক্ষক, ব্যাংকার, ডাক্তারগন অংশগ্রহন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের সোনালী দিনের কথা তুলে ধরেন তিনি। বর্তমানে বিদ্যালয়ের এই করুণ অবস্থায় যেভাবে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এগিয়ে এসেছেন, তার জন্য তিনিও প্রশংসা করতে পিছপা হন নি। আমি যতদিন আছি, বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাবো এবং সকলের সহযোগিতা কামনা করছি।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের ক্রান্তিকালে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন, এক্স স্টুডেন্টস এসোসিয়েশন তাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে পাশে দাড়িয়েছে। সেজন্য সংগঠনের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
আরো বেশ কিছু প্রাক্তন ছাত্র তাদের বক্তব্যে বিদ্যালয়ের পাশে থাকার অঙ্গীকার করেছেন।
সংগঠনের সভাপতি তার বক্তব্যে সংগঠনের কথা তুলে ধরেন। আমাদের এ সংগঠন বিদ্যালয়ের সকল কাজে পাশে থাকবে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈন উদ্দিন।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন, মো. দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. আলিমুজ্জামান রুবেল, সহ-সভাপতি উচ্ছাস আলম, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. নুরে আযম নিশু, সুবির সাহা, সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার সাহা, জনসংযোগ সম্পাদক মো. শাহজালাল, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী শফিকুল ইসলাম বাবু, সমাজসেবা সম্পাদক সমীর কুমার সহ অন্যান ব্যাচের প্রাক্তন ছাত্রবৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...