শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

মুরাদ মিয়া / ৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: ২৪ ফেব্রুয়ারী সোমবার রাতে সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাস স্টেশনের একটি রেস্টুরেন্টে জেলা বিএনপি আয়োজিত কার্যকরী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে তাহিরপুর উপজেলাসহ একই সাথে জেলার ১৬ ইউনিটের কমিটি গঠন করা হয়।

বাদল মিয়াকে আহ্বায়ক ও উপজেলা সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. জুনাব আলীকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন ও সদস্য আব্দুল হক এর স্বাক্ষরিত তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আরো যাদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তাঁরা হলেন মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন ও আবুল হুদা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গাউছ।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ছাড়াও সুনামগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

নব আহবায়ক কমিটি গঠন বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..