সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুরে ট্রলি পরিবহন সমিতি’র নির্বাচনে সভাপতি প্রার্থী মো.ইদ্রিছ আলী ফকির রূপগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভা সোনারগাঁওয়ে বহিষ্কৃত যুবদল নেতাকে নিয়ে রাস্তা উদ্বোধন, নেতাকর্মীদের ক্ষোভ পাইকগাছায় যুবদলের আনন্দ মিছিল গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র‌্যালি ডিবি হেফাজতে মেহের আফরোজ শাওন বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দিলো সৌদি আরব নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মিললো অজ্ঞাত যুবকের লাশ রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ আটক-৬  রাণীশংকৈলে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা- প্রতিবাদে সংবাদ সম্মেলন  

পাইকগাছায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত -১

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

মোঃ. খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার: পাইকগাছা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত, একজন আহত হয়েছেন।

গত সোমবার (১৩ জানুয়ারী) বিকাল আনুমানিক চারটার দিকে উপজেলার গদাইপুর ফুটবল মাঠের সামনের সড়কে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, উপজেলার আগড়ঘাটা গ্রামের আবুল শেখ এর ছেলে রুহুল আমিন ( ৩০) ও একই উপজেলার মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০), আহত হয়েছেন হরিনগর আমাদী, কয়রা এলাকার মো. হুসাইন গাজী (২৩)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার মালত গ্রামের আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) পাইকগাছা মৎস্য আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলো। প্রতিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে আসলে খুলনার দিক থেকে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) বিচালী বোঝায় নছিমন গাড়ী ক্রস করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়। রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুমেক হাসপাতালে প্ররন করা হয় অতপর পথিমধ্যে দু’জনের মৃত্যু ঘটে।

পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎক ইব্রাহিম খলিল গাজী জানান, মোটরসাইকেলে এক্সিডেন্টে তিন জন মারাত্মক আহত রোগীদের পথচারীরা হাসপাতালে ভর্তি করে। দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় খুমেক হাসপাতালে প্ররন করা হয়।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত নই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..