বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকার প্রধান ফিলিং স্টেশন কে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিমানে কম দেওয়ায় এবং নিয়মবহির্ভূত ভাবে জ্বালানী তেল বিক্রি করায় ওই পাম্প টি সামায়িক বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালত।
৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান’র নেতৃত্বে উপজেলার ফরাজিকান্দায় স্থাপিত প্রধান ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় অকটেন, পেট্রোল ও ডিজেল বিপননের ৩ টি ডিজিটাল মেশিন পরীক্ষা করা হয় এতে প্রতি লিটারে ৩০ মিলি. করে গ্রাহকদের তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এছাড়া নিয়মবহির্ভূত ভাবে জ্বালানী বিক্রি করার পাশাপাশি সরকারি নিয়মনীতি অনুসরণ না করায় কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একইসাথে সাময়িক ভাবে প্রধান ফিলিং স্টেশন টি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, পলাতক ওসমান পরিবারের ঘনিষ্ঠ দোষর ও জেলা জাতীয় পার্টির সহ সভাপতি, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান ‘প্রধাণ ফিলিং স্টেশন’ এর মালিক।
এসময় বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, পাম্পের ৩ টি মেশিনে লিটার প্রতি ৩০ মিলি. করে পরিমাপে কম দেওয়ার প্রমান পাওয়ায় প্রধান ফিলিং স্টেশন কে ১ লাখ টাকা জরিমানা ও সাময়িক ভাবে ফিলিং স্টেশন টি বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সবধরনের অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আপনার মন্তব্য প্রদান করুন...