সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুরে ট্রলি পরিবহন সমিতি’র নির্বাচনে সভাপতি প্রার্থী মো.ইদ্রিছ আলী ফকির রূপগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভা সোনারগাঁওয়ে বহিষ্কৃত যুবদল নেতাকে নিয়ে রাস্তা উদ্বোধন, নেতাকর্মীদের ক্ষোভ পাইকগাছায় যুবদলের আনন্দ মিছিল গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র‌্যালি ডিবি হেফাজতে মেহের আফরোজ শাওন বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দিলো সৌদি আরব নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মিললো অজ্ঞাত যুবকের লাশ রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ আটক-৬  রাণীশংকৈলে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা- প্রতিবাদে সংবাদ সম্মেলন  

বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের লড়াই জমে উঠেছে

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

স্পোর্টস রিপোর্টার : বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের লড়াই বেশ জমে উঠেছে। গ্রুপ সেরার লড়াইয়ে সমানতালে লড়ছে আবাহনী এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

গ্রুপের দুই ম্যাচ বাকি থাকতেই কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করেছে তারা।
তবে আজ ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই।

আজ ভিন্ন ম্যাচে সমান ব্যবধানে জিতে তাই গ্রুপ সেরা লড়াইটা জমিয়ে রেখেছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ ও ধানমন্ডির ক্লাব আবাহনী।

কুমিল্লায় আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে।

ময়মনসিংহে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে রহমতগঞ্জ একই ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। তিন ম্যাচ শেষে দুই দলের সংগ্রহ ৯ পয়েন্ট করে। গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে রহমতগঞ্জ।

৪ ফেব্রুয়ারি দুই দলের মুখোমুখি লড়াইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ওই ম্যাচ জিততেই হবে আবাহনীকে। রহমতগঞ্জের ড্র হলেই চলবে। এই গ্রুপের সেরা হওয়ার লড়াইটা জমে থাকলো শেষ ম্যাচ পর্যন্ত।

মঙ্গলবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। ৮ম মিনিটে আবাহনীর আসাদুল মোল্লা বল নিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে তালগোল পাকান। তখন গোলমুখ থেকে তড়িৎ শটে বল ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। ২৪তম মিনিটে ইয়ংমেন্স দারুণ সুযোগ পায়। আবাহনীর এক খেলোয়াড়ের ব্যাক পাস থেকে বল প্রায় পেয়ে গিয়েছিলেন আকবির তুরায়েভ। কিন্তু ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি, দ্রুত ছুটে গিয়ে বল গ্লাভসে জমান গোলকিপার।

৬৫তম মিনিটে ডেড লক ভাঙেন ইয়াসিন খান। এনামুল গাজী ডান দিক থেকে ইয়ংমেন্সের বক্সে ঢুকলে অবৈধ বাধার শিকার হন। রেফারি পেনাল্টির বাাঁশি বাজালে ইয়াসিন খান গোল করে এগিয়ে দেন দলকে। এরপর ৬ মিনিটের মধ্যেই আরও দুই গোল আদায় করে নেয় সাবেক চ্যাম্পিয়নরা। ৬৮তম মিনিটে মুরাদ হাসান ও ৭১তম মিনিটে মাহদি ইউসুফ গোল করলে আবাহনী সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

এদিকে, ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে লিড নেয়ে রহমতগঞ্জ। মিশরের মিডফিল্ডার মোস্তফা গোল করার ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল বোয়েটেং। ৭০ মিনিটে মোহাম্মদ তোহা গোল করলে জয়ের ব্যবধান ৩-০ হয় কামাল বাবুর দলের।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..