মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে যৌথ বাহিনীর টাক্সফোর্স অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার-এক বছরের কারাদণ্ড হরিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিরলে ১৯৮ বোতল ফেয়ারডিল’সহ ২ মাদক কারবারী গ্রেফতার  বন্যা কবলিত এলাকা পরিদর্শনে কুমিল্লা জোনের জিওসি- মেজর জেনারেল আব্দুল হাসনাত  মাদ্রাসার ৪ একর জায়গা অবৈধ দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  চোর সন্দেহে হিলিতে যুবককে পিটিয়ে হত্যা, আটক-২ ফুলবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের A+ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান  সখিপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার যুবদল নেতাকর্মীরা পুরান ঢাকায় পাথর মেরে ব্যবসায়ি কে দিগম্বর করে হত্যা এতিম নাতির অর্থ সম্পদ আত্মসাৎ করলেন দাদু মোসলেম 

বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের লড়াই জমে উঠেছে

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

স্পোর্টস রিপোর্টার : বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের লড়াই বেশ জমে উঠেছে। গ্রুপ সেরার লড়াইয়ে সমানতালে লড়ছে আবাহনী এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

গ্রুপের দুই ম্যাচ বাকি থাকতেই কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করেছে তারা।
তবে আজ ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই।

আজ ভিন্ন ম্যাচে সমান ব্যবধানে জিতে তাই গ্রুপ সেরা লড়াইটা জমিয়ে রেখেছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ ও ধানমন্ডির ক্লাব আবাহনী।

কুমিল্লায় আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে।

ময়মনসিংহে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে রহমতগঞ্জ একই ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। তিন ম্যাচ শেষে দুই দলের সংগ্রহ ৯ পয়েন্ট করে। গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে রহমতগঞ্জ।

৪ ফেব্রুয়ারি দুই দলের মুখোমুখি লড়াইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ওই ম্যাচ জিততেই হবে আবাহনীকে। রহমতগঞ্জের ড্র হলেই চলবে। এই গ্রুপের সেরা হওয়ার লড়াইটা জমে থাকলো শেষ ম্যাচ পর্যন্ত।

মঙ্গলবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। ৮ম মিনিটে আবাহনীর আসাদুল মোল্লা বল নিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে তালগোল পাকান। তখন গোলমুখ থেকে তড়িৎ শটে বল ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। ২৪তম মিনিটে ইয়ংমেন্স দারুণ সুযোগ পায়। আবাহনীর এক খেলোয়াড়ের ব্যাক পাস থেকে বল প্রায় পেয়ে গিয়েছিলেন আকবির তুরায়েভ। কিন্তু ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি, দ্রুত ছুটে গিয়ে বল গ্লাভসে জমান গোলকিপার।

৬৫তম মিনিটে ডেড লক ভাঙেন ইয়াসিন খান। এনামুল গাজী ডান দিক থেকে ইয়ংমেন্সের বক্সে ঢুকলে অবৈধ বাধার শিকার হন। রেফারি পেনাল্টির বাাঁশি বাজালে ইয়াসিন খান গোল করে এগিয়ে দেন দলকে। এরপর ৬ মিনিটের মধ্যেই আরও দুই গোল আদায় করে নেয় সাবেক চ্যাম্পিয়নরা। ৬৮তম মিনিটে মুরাদ হাসান ও ৭১তম মিনিটে মাহদি ইউসুফ গোল করলে আবাহনী সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

এদিকে, ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে লিড নেয়ে রহমতগঞ্জ। মিশরের মিডফিল্ডার মোস্তফা গোল করার ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল বোয়েটেং। ৭০ মিনিটে মোহাম্মদ তোহা গোল করলে জয়ের ব্যবধান ৩-০ হয় কামাল বাবুর দলের।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..