শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ: সোস্যাল মিডিয়ায় অন্তরঙ্গ ছবি প্রকাশের হুমকি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

ষ্টাফ রিপোর্টার: বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মাহবুব নামের ওই অভিযুক্ত যুবকের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি নারায়ণগঞ্জের বিসিক এলাকায় থাকেন। তার বিরুদ্ধে এক কিশোরী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক চলে আসছে দীর্ঘদিন ধরে। এরই মাঝে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে মাহবুবকে বিয়ের কথা বললে সে ওই কিশোরীকে ব্লাকমেইল করার চেষ্টা করে। তার সাথে ধর্ষণের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে আইনের আশ্রয় নিতে থানায় অভিযোগ দায়ের করেন ওই কিশোরী। ভিকটিম ওই কিশোরী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতারক মাহবুব একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এখন তাকে বিয়ের জন্য চাপ দিলে সে হুমকি দেয়। এজন্য আমি আইনের আশ্রয় নিয়েছি। খবর নিয়ে জানতে পারি মাহবুব বিভিন্ন মেয়েদের সাথে এসব করে বেড়ায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..