রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন’র সভাপতিত্বে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির প্রাথমিকভাবে দেওয়া মনোনয়ন থেকে বঞ্চিত বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে। আমি গণতন্ত্রের জন্য স্বৈরাচার শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহবানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। গণতন্ত্র ও অর্থনীতির মুক্তির জন্য লড়াই করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নসহ দেশের উন্নয়নে কাজ করতে হবে।
ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, সবার আগে বাংলাদেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রূপসী কাজীবাড়ি মাঠে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০০৮ ও ২০১৮ সালে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। তখন স্বৈরাচার সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছাত্রলীগ ও যুবলীগ আমার বাড়ি ঘেরাও করে রেখেছিল। আমার স্ত্রীর মিছিলে হামলা চালিয়েছিল। বর্তমানে বাংলাদেশ একটি সংকটময় সময় অতিক্রম করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। সন্ধ্যা সাড়ে ৬ টায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সভায় হঠাৎ চলে আসেন।
বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা মোশারফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেন রিপন, এড. জাকির হোসেন, যুবদল নেতা এড. আমিরুল ইসলাম ইমন, আবু মোহাম্মদ মাসুম, আজিম সরকার, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।
সভায় মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, সকলের সঙ্গে মিলে-মিশে ঐক্যবদ্ধভাবে থাকবো। কাজী মনিরুজ্জামান মনির কাকা অভিজ্ঞ মানুষ। আমি তার হাত ধরেই নির্বাচন করতে চাই। রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করবো।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, বিএনপি নেতা নূর নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...