সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জ নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নাসিক এর ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষনা স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা  রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

ঠাকুরগাঁয়ে ৫ গরু ও ৭ ছাগল অগ্নিদগ্ধ

এম এ মোমিন / ১০৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিহিপুর গ্রামে আগুনে ৫ টি গরু ও ৭ টি ছাগল সহ অসংখ্য হাস-মুরগি আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।

রবিবার (২৭ শে এপ্রিল) আনুমানিক রাত ১ টার সময় মৃত নজিব উদ্দিনের ছেলে ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার শিহিপুর গ্রামের মো. ইসলামুলের বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। পরে রাত ১ টার দিকে বাড়ির লোকজন আগুন লাগার বিষয়টি টের পান। তাদের চিৎকারে স্থানীয়রা ও পরবর্তীতে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোয়ালঘরে বেঁধে রাখা ৫ টি গরু, ৭ টি ছাগলসহ অসংখ্য হাস-মুরগি সহ গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

কিসের থেকে আগুনের সূত্রপাত হয়েছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না। তবে অনেকেই ধারণা করছেন কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

মো. ইসলামুল বলেন, আমার বসতবাড়িতে আগুন লেগে গোয়ালঘরের পশুসহ বসতঘর পুড়ে গেছে। আমি একেবারেই নিঃস্ব হয়ে গেলাম। আমি একজন দিনমজুর। মানুষের বাড়িতে কাজ করে ভাত খাই। এই ক্ষতি কিভাবে পুরন করব। আমার সংসার কিভাবে চলবে।  আগুন কোথা থেকে লেগেছে এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারছেন না।

এ ব্যাপারে রায়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. হাসানুর রহমান ক্ষতিগ্রস্থ ইসলামুল একজন অসহায় মানুষ। সে মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করে তার সংসার চালায়। অগ্নিকাণ্ডে তার পাঁচটি গরু, সাতটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে সব মিলে তার প্রায় পাঁচ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ইসলামূলের প্রতি সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

রায়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আফাজ উদ্দিন বলেন, বিএনপির পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

রায়পুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইকরামুল গরিব মানুষ তার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, আমরা সাধ্য মতো তাকে সহযোগিতার চেষ্টা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..