বন্দররের কলাগাছিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অবহেলিত একটি গ্রাম চরধলেশ্বরী। এ এলাকার মানুষদের ডিঙ্গি নৌকায় নদী পার হয়ে যাতায়াত করতে হয়। সড়ক পথ যেন তাদের কাছে এখনো স্বপ্নের মতো।
এ গ্রামে ৬ হাজারের অধিক মানুষের বসবাস, আর ভোটার রয়েছে ৯ শতাধিক। চরধলেশ্বরীতে একটি সরকারি প্রাইমারী স্কুল রয়েছে, ১টি মাদ্রাসা ও ২টি মসজিদ আছে। যাতায়াতের কোন সুযোগ সুবিধা না থাকায় হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে বা ডাক্তারখানায় নিয়ে যেতে অনেক কষ্ট হয়।
সকলকে যাতায়াতের জন্য সকাল ৬ টা থেকে রাত ১১ টা বা ১২ টা পর্যন্ত কয়েকটি ডিঙ্গি নৌকায় চলাচল করে, এরপর নৌকা পাওয়াটা খুব কঠিন হয়ে পরে, হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে অনেক ডাকাডাকির পর যদি পাওয়া যায় তাহলে হাসপাতালে বা ডাক্তারের কাছে নেওয়া যায়।
চরধলেশ্বরী এলাকার ভিতরের রাস্তাগুলো সম্পূর্ণ কাচাঁ মাটির একটু বৃষ্টি হলেই নামাজ পড়তে যাওয়া মুসল্লিগন, এলাকার জনসাধারণ, স্কুলের ছাত্র-ছাত্রীরা যেকোনো সময় পিচ্ছিল খেয়ে পড়ে গিয়ে জামা কাপড় সব নষ্ট হয়ে এবং হাত পাঁ ভেঙ্গে যায়।
এলাকার শাহীন মিয়া আক্ষেপ করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় বহু আশ্বাস দিয়েছেন রাস্তা পাকা করে দিবেন, যাতায়াতের জন্য একটা ব্রিজ করে দিবেন। নির্বাচন শেষ হয়ে গেলে আর কেউ দেখা করেনা বা আমাদের খেয়াল রাখে না।
এলাকার সকলে দাবি করেন যদি আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের কথা চিন্তা করে অন্তত রাস্তাটা পাকা করে দিত যাতায়াত সুবিধার জন্য যদি একটি ব্রিজ করে দিত তাহলে আমাদের দুঃখ দশা অনেকটাই লাঘব হতো আমাদের ছেলেমেয়েরা পঞ্চম শ্রেণির বেশি পড়ালেখা করতে পারে না কারণ আমাদের উচ্চ বিদ্যালয় গুলো অনেক দূর নৌকা ছাড়া স্কুলে যায় না। তাই অনেকেই এ পঞ্চম শ্রেণীর পর্যন্ত পড়ালেখা করে ব্রিজটা হলে অন্ততপক্ষে আমাদের এলাকার ছেলেমেয়েরা একটু সুশিক্ষায় শিক্ষিত হতে পারতো।
সারেজমিনে গিয়ে দেখা যায়; অনেকেরই ভাঙাচুরা ঘর কেউ ছাপরা করে অনেক কষ্টে দিনপাত করতেছে। এ এলাকার অধিকাংশ মানুষ গরু ছাগল পালন, কৃষি কাজ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করে। যদি শান্তিনগর এলাকা পর্যন্ত রাস্তাটা পাকা করে দেওয়া যেত তাহলে এলাকার শাকসবজি তরকারি শহরে নিয়ে বিক্রি করা যেত। একটু হলেও ছেলে মেয়েদের পড়াশোনা করানো অথবা জীবিকা নির্বাহ করা যেত।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এখন তো বর্ষাকাল রাস্তা তৈরি করে দিলে থাকবে না, আমি এলাকাটা একদিন পরিদর্শন করে আগস্টের শেষের দিকে রাস্তা তৈরি করে দেয়ার জন্য আমার চেষ্টা থাকবে।
আপনার মন্তব্য প্রদান করুন...