সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই খালেদা জিয়ার অবস্থার উন্নতি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে উত্তেজনা, স্থানীয়দের প্রতিবাদ

আবু বকর সিদ্দিক স্বপন / ১৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস বিভাগের সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হকের বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মোজাম্মেল ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহের হুদা ইউনিয়নের ধুলিয়া পূর্ব পাড়ার বাসিন্দা।

সূত্র জানায়, গত সোমবার রাতে মোজাম্মেল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে নবীজী (সা.) সম্পর্কে অবমাননাকর ও অশালীন মন্তব্য করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয়রা দাবি করেন, এর আগেও তিনি এমন মন্তব্য করেছেন, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে আটক করে মারধর করে। পরে হরিণাকুন্ডু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। যদিও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় তিনি একটি লিখিত অঙ্গীকারনামা দিয়ে মুক্তি পান। তবু এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করার আহ্বান জানাচ্ছেন।

এ বিষয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, কয়েকদিন আগে আজহারী সাহেবের একটি বক্তব্য নিয়ে মোজাম্মেল আলোচনা করেছিলেন, এতে করে স্থানীয়রা উত্তেজিত হয়ে কিছু মারধর করেন। তবে কেউ লিখিত অভিযোগ দিলে পুলিশ আইনগত পদক্ষেপ নেবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আখতার হোসেন বলেন, ঘটনাটি স্থানীয় পর্যায়ে ঘটেছে এবং বিভাগীয়ভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যা যা পদক্ষেপ প্রয়োজন, তা গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..