রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরতে তেঁতুলিয়ায় বসুন্ধরা শুভসংঘের গোলটেবিল বৈঠক রাণীশংকৈলে মানষিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার খুলনায় একাধিক মামলার আসামী রাঙ্গু সোহেল গ্রেফতার রানীশংকৈলে বজ্রপাতে ১জনের মৃত্যু  শার্শায় টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ-বৃদ্ধ আটক জামিন পেলেন বিপুল পরিমাণ স্বর্ণসহ গ্রেপ্তারকৃত অভিনেত্রী কুড়িগ্রামে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু বিজিবি বেনাপোল টাস্কফোর্সের অভিযানে মোবাইল ও কসমেটিক্স আটক হরিণাকুন্ডুতে দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আটক

পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরতে তেঁতুলিয়ায় বসুন্ধরা শুভসংঘের গোলটেবিল বৈঠক

জুলহাস উদ্দিন / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়ায় পর্যটনশিল্পের বিকাশ ও পর্যটকদের আকৃষ্ট করতে জনগণ ও প্রশাসনের সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখা।

ফেরদৌস আলম লিটন’র সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন এক ঝাঁক তরুণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

সীমান্তবর্তী এ উপজেলার অবস্থান মহানন্দা নদীর পাড়ে। কাঞ্চনজঙ্ঘা দর্শন, সমতল ভূমির চা-বাগান এবং পাথরশিল্প তেঁতুলিয়ার মূল পর্যটন আকর্ষণ।

তেঁতুলিয়া উপজেলা সদরে প্রবেশ করলেই চোখে পড়বে শতবর্ষী তেঁতুলগাছ। উপজেলা সদরে রয়েছে ভিক্টোরিয়ান ধাঁচের একটি ঐতিহাসিক ডাকবাংলো।

এছাড়া রয়েছে উপজেলা পরিষদের নির্মিত একটি পিকনিক কর্নার, মহানন্দা নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, রওশনপুর অবকাশ যাপন স্পট, টিউলিপ বাগান ও কাজি অ্যান্ড কাজি টি স্টেট।

আলোচনা সভায় কিছু প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে তুলে ধরা হয়। যা বাস্তবায়িত করতে পারলে তেঁতুলিয়া পর্যটনশিল্পে অভূতপূর্ব বিকাশ সাধিত হবে বলে বক্তারা জানিয়েছেন।

প্রস্তাবনা গুলো হল “তেঁতুলিয়া চৌরাস্তা তেঁতুল গাছের নিচে তেঁতুলিয়ার মানচিত্র স্থান, “চৌরাস্তার এলোমেলো দোকান গুলোকে সারিবদ্ধ ভাবে স্থাপন এবং বর্ণিলভাবে সজ্জিতকরণ”তেঁতুলিয়া সদর ইউনিয়নের যেকোনো পাকা রাস্তার (এক কিলোমিটার) দুই ধারে সৌন্দর্যবর্ধনের করতে বৃক্ষ রোপণ, পর্যটকদের থাকা খাওয়ার জন্য উন্নত মানের হোটেল, মোটেন, রেস্টুরেন্ট নির্মাণ এবং মূল্য তালিকা প্রদর্শন, তেঁতুলিয়ার দর্শনীয় স্থানগুলোতে নামফলক স্থাপন। চৌরাস্তা হতে ডাকবাংলো পর্যন্ত লাইটিংয়ের ব্যবস্থা, সাইকেল/কার/মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থা করা, রিকশা/ভ্যানচালকদের ভাড়া নির্ধারণের তালিকা প্রদর্শন, টুরিস্টদের নিরাপত্তা প্রদানে টুরিস্ট পুলিশের জোরালো ভূমিকা পালন, সীমান্তবর্তী এলাকায় মাদক প্রতিরোধে প্রশাসনের জোরালো ভূমিকা, পর্যটনীয় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পর্যটকদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ।

আলোচনাসভায় অংশনেন তেঁতুলিয়া উপজেলার ড্রাগ ফ্রী বাংলাদেশের নির্বাহী পরিচালক আতিকুজ্জামান শাকিল, শিক্ষক মো. তহিদুল হক, মাসুদ রানা ও রাজনৈতিক ব্যক্তিত্ব  আবু বক্কর সবুজ, শাকিল আহমেদ, ওবায়দুর রহমান, সাংবাদিক এসকে দোয়েল, জুলহাস, রতন, বসুন্ধরা শুভসংঘের তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি মো. হুমায়ুন কবির, সহ সভাপতি সারোয়ার সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ নিয়ন, যুগ্ম সম্পাদক শাকিল আহমেদ, যুগ্ম সম্পাদক আসলাম আশিক, রক্তদান বিষয়ক সম্পাদক আরিফ, কার্যকরী সদস্য তৌহিদুল হক, মোবারক হোসেন, রবিউল ইসলাম রতন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..