বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল রূপগঞ্জ সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-কর্মচারীদের সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন র‍্যালী আলোচনা সভা হুইলচেয়ার বিতরণ রাণীশংকৈলে মানবকল্যাণ পরিষদ এমকেপি’র ত্রৈমাসিক সভা   শখের বসে বিদেশি পাখি পালন করতে গিয়ে এখন খামারী রাণীশংকৈলের মোশাররফ রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া

কালিয়া-গোপালগঞ্জ সড়কের বেহাল দশা

মো তুহিন মোল্লা / ২৫০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

নড়াইল প্রতিনিধি: নড়াইল কালিয়া-গোপালগঞ্জের ব্যস্ততম সড়কে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

এ গুরুত্বপূর্ণ সড়কে সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। ফলে পথচারী ও যানবাহন চালকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

কালিয়া-গোপালগঞ্জ সড়কে দীর্ঘদিন থেকে এ বেহালদশা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা এ সড়কটি সংস্কারের বিষয় উদাসিন।

সচেতন মহল সড়কটিতে যানবাহন চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিন দেখা যায়, উপজেলার নড়াগাতী থানার যোগানীয়া মোড় থেকে চাপাইল সেতু পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দেখলে মনে হয় যেন ডোবা কিংবা ছোটখাটো পুকুর। কয়েক বছর ধরে সংস্কারের অভাবে সড়কটিতে ছোট বড়ো খানাখন্দের সৃষ্টি হয়েছে।

অপরদিকে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া সড়কের দু’পাশে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতেই সড়কের অধিকাংশ জায়গায় পানি জমে যায়। পানি জমে থাকার কারণে সড়কে ট্রাকসহ ছোট-বড় সকল ধরনের যানবাহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বেহাল দশা এ সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা।

ফলে ভোগান্তিতে পড়ছে ব্যবসায়ী মহল, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ। ঢাকা, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলার মানুষ ও যানবাহন এ সড়কে চলাচল করে থাকে।

এ বিষয়ে পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, এ দূর্ভোগের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি। কিন্তু অদ্যবধি কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।

কালিয়া উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল বলেন, এ সড়কের সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..