রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও বন্দরে কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন- আবু জাফর আহমেদ বাবুল খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিস্কার, মশক নিধন ও ডেঙ্গু কিট প্রদান করেন- আবু জাফর আহমেদ বাবুল মদনপুরে তারেক রহমানের লিফলেট বিতরণ করলেন- আবু জাফর আহমেদ লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন-আবু জাফর আহমেদ বাবুল বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবুল আহমেদ’র লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ মহানগর ১৯ ও ২০ নং ওয়ার্ডে বাবুল আহমেদ’র জনসংযোগ ও লিফলেট বিতরণ বন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বন্দর উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে রাস্তা নির্মাণ নাসিক ১৯ নং ওয়ার্ড মাসুদুজ্জামান মাসুদ’র পক্ষে চষে বেড়াচ্ছে সাবেক যুবদল কর্মীরা আইভীপন্থী যুবলীগ কর্মী জাহাঙ্গীর গ্রেপ্তার

খুমেক হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

খুলনা সংবাদদাতা : কর্তৃপক্ষের অনুমতি ছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে কোন সাংবাদিক প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন পরিচালক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) খুমেক হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরিচালকের অনুমতি ছাড়া কিছু মিডিয়াকর্মী হাসপাতালের ভেতরে রোগীদের ছবি তুলছেন, যা কাম্য নয়। এতে রোগী এবং চিকিৎসক উভয়ই হয়রানির শিকার হচ্ছেন।

হাসপাতালে রোগীদের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার জায়গায় দৈনিক ২ হাজার রোগী চিকিৎসাসেবা নেয়।

এখানে সাংবাদিকদের আনাগোনায় স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত ও কালক্ষেপণ হচ্ছে। এমতাবস্থায় পরবর্তীতে কোনো মিডিয়া ব্যক্তি পরিচালকের লিখিত অনুমতি ছাড়া হাসপাতালের ইনডোর বা আউটডোরে ছবি তোলা বা কারোর সাক্ষাৎকার নিতে পারবেন না।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালটির পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম সাংবাদিকদের জানান, হাসপাতালে সাংবাদিকদের অবাধ চলাফেরা ও সংবাদ সংগ্রহের কারণে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ঢাকাসহ দেশের অনেক মেডিকেলে এ নিয়ম চালু আছে। সব চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে সাংবাদিকরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল বাংলানিউজকে বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে খুমেক হাসপাতালে প্রবেশ করতে পারবেন না। খুমেক হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের এ নিষেধাজ্ঞাকে গণমাধ্যমের স্বাধীনতা হরণের নামান্তর বলে মনে করি। এরা সরকারকে বিব্রকতকর পরিস্থিতিতে ফেলছে। অবিলম্বে খুমেক হাসপাতালের পরিচালকের অপসারণের দাবি জানাচ্ছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..