নারায়ণগঞ্জ জেলা বিএনপির মহা সমাবেশে বিশাল শো-ডাউন করেছেন সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশরাফ ভূঁইয়া।
মঙ্গলবার ২৫ শে ফেব্রুয়ারি বেলা ১২টায় সোনারগাঁ জামপুর ইউনিয়ন এবং বিভিন্ন ইউনিটের যুবদল নেতা কর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ডাকা সমাবেশকে সফল করার লক্ষ্যে আশরাফ ভূঁইয়া নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিলটি জামপুর থেকে নারায়ণগঞ্জ শহর মেট্রোহল মোড়ে জেলা বিএনপির সমাবেশে যোগদান করেন ।
মিছিল চলাকালীন সময় আশরাফ ভূঁইয়া বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদ মোকাবিলার দাবিতে দেশব্যাপী বিএনপি কেন্দ্রের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ সফলতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিম, সনমান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খন্দকার রেজাউল হক, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আল-আমিন মোল্লা, সাদিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. পরশ, জামপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার হামিদ সহ যুবদলের নেতাকর্মীরা।
আপনার মন্তব্য প্রদান করুন...