মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে যৌথ বাহিনীর টাক্সফোর্স অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার-এক বছরের কারাদণ্ড হরিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিরলে ১৯৮ বোতল ফেয়ারডিল’সহ ২ মাদক কারবারী গ্রেফতার  বন্যা কবলিত এলাকা পরিদর্শনে কুমিল্লা জোনের জিওসি- মেজর জেনারেল আব্দুল হাসনাত  মাদ্রাসার ৪ একর জায়গা অবৈধ দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  চোর সন্দেহে হিলিতে যুবককে পিটিয়ে হত্যা, আটক-২ ফুলবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের A+ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান  সখিপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার যুবদল নেতাকর্মীরা পুরান ঢাকায় পাথর মেরে ব্যবসায়ি কে দিগম্বর করে হত্যা এতিম নাতির অর্থ সম্পদ আত্মসাৎ করলেন দাদু মোসলেম 

তেঁতুলিয়ায় মধ্যে রাতে বাড়িঘরে হামলা ও ভাংচুরে ঘটনায় থানায় অভিযোগ

জুলহাস উদ্দীন / ৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:তেঁতুলিয়ায় মধ্যে রাতে বাড়িঘর ভাংচুর ও টাকা লুট করায় থানায় আভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের মাটিয়া পাড়া গ্রামে সাগর আলীর বাড়িতে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়,গত ২১ জুন শনিবার মধ্যে রাতে বসত বাড়িতে ৩০/৪০ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে  হামলা করে। ভুক্তভোগী বাড়ি মালিক ঘুমন্ত অবস্থায় বাড়ি ঘর ভাঙ্গার শব্দে ঘুম ভেঙ্গে দেখে যে, তাদের হাতে থাকা দা, কুড়াল কোদাল ছুড়ি, বাঁশের লাঠি, দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বাড়ীতে অনাধিকার প্রবেশ করে এবং লুটরাজ করে বাড়ি থেকে অস্ত্রের মুখে বের করে দেয়। আমাদেরকে বলে যে তোদেরকে প্রাণে মারিয়া ফেলিব এবং জমির স্বাদ চিরতরে মিটিয়ে দেব।

এসময় আলহাজ্ব গ্রুপের ম্যানেজার বাবু(৫০) এর হুকুমে সন্ত্রাসীরা আমার বাড়ী ঘর ভাংচুরে ছিন্নবিন্ন করিয়া ফেলে এবং আমরা পরিবারের সবাই বাড়ীতে ফেরৎ আসিয়া দেখিতে পাই যে, আমাদের বাড়ীর শোবার ঘর ও রান্না এবং বেড়া ঘরের চার পাশের বেস্টনি বেড়া ভাঙ্গিয়া ফেলে এবং আমার চারপাশের গাছ-পালা তুলিয়া ফেলে। আমার জমির পাওনা রাখা টাকা ও গরু বিক্রির এক লক্ষ টাকা নিয়ে যায়। আমার পিতার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৭৪শতক জমির মধ্যে বসত ভিটে বাড়ি।

সরজমিনে গেলে সাগর জানান, আমার বাপের পৈত্রিক ভিটায় আমরা স্ত্রী সন্তান সহ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। কোম্পানির ম্যানেজার বাবু প্রায় সময় নুর জামান (৪৫) জাহিদুল হক (৫০)সহ ভাড়াটে লোকজন নিয়ে বাড়িতে হামলা করে। গত শনিবার রাত দুইটায় বাড়িঘর সহ ঘেরাবেরা সব ভেংগে ফেলেছে আমি বর্তমানে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।

আলহাজ্ব গ্রুপের ম্যানেজার বাবু জানান, এর আগে ঐ জমিতে সাগর আলী ১৪৪/১৪৫ ধারায় কোম্পানির নামে মামলা করলে আদালত মামলাটি খারিজ দেয়।তবে ভাংচুরের ঘটনায় আমি জরিত নাই।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার মুসা মিয়া জানান, অভিযোগের পেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..