সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: গাজায় ফিলিস্তিনি মুসলমান ও ভারতে মুসলমানদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ফুলবাড়ী তৌহিদী জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ শুক্রবার জুমার নামাজের পর নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে শেষ হয়।

পরে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক আল আমিন বিন আমজাদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন-খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা নুরুজ্জামান, নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহদাত উল্লাহ, ফুলবাড়ী ইসলামী আন্দোলনের সভাপতি রবিউল ইসলাম, আনজুমানে এত্তেহাদুল উলামার সাধারণ সম্পাদক মুফতি নজিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী একাডেমির পরিচালক মুফতী তোফায়েল আহমেদ, জামাতে ইসলামী ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, ছাত্র শিবির দিনাজপুর জেলার সভাপতি মো. সাজু,
নবীন আলেমেদ্বীন মাও. জাকি হাবিব, জেড ফোর এর ফুলবাড়ী শাখার প্রতিনিধি ইমরান চৌধুরী, ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস, নাগরিক কমিটি ফুলবাড়ী শাখার প্রতিনিধি ইমরান চৌধুরী নিসাদ, প্রতিনিধি আহমেদ জাকির, জেড ফোর্সের সদস্য হারুনুর রশিদ সহ কয়েক হাজার মুসল্লী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

শেষে মোনাজাত পরিচালনা করেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ইউনাইটেড হাসপাতাল জামে মসজিদ এর সম্মানিত খতিব পীর সাহেব মাও. ইব্রাহিম বিন আলী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..