সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুরে ট্রলি পরিবহন সমিতি’র নির্বাচনে সভাপতি প্রার্থী মো.ইদ্রিছ আলী ফকির রূপগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভা সোনারগাঁওয়ে বহিষ্কৃত যুবদল নেতাকে নিয়ে রাস্তা উদ্বোধন, নেতাকর্মীদের ক্ষোভ পাইকগাছায় যুবদলের আনন্দ মিছিল গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র‌্যালি ডিবি হেফাজতে মেহের আফরোজ শাওন বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দিলো সৌদি আরব নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মিললো অজ্ঞাত যুবকের লাশ রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ আটক-৬  রাণীশংকৈলে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা- প্রতিবাদে সংবাদ সম্মেলন  

শিয়ালের কামড়ে এক দিনে আহত ৮, আতঙ্কে এলাকাবাসী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুই উপজেলায় একই দিনে শিয়ালের কামড়ে নারীসহ আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জেলার পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের উত্তর তেকাটাপাড়া এবং দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী, ব্রহ্মপুর ও দাওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে এসব ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এক দিনে আটজন আহত হওয়ার ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার তেকাটাপাড়ার মোজ্জাফর আলী (৬০), আব্দুল মান্নান (৪৫), মাছিফা বিবি (৫০), দুর্গাপুরের সুখানদিঘী গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), ব্রহ্মপুর গ্রামের জনাব আলী (৬৫), দাওকান্দি গ্রামের মোবারক আলী (৫২), মোজ্জাফর হোসেন (৭০), মাজেদা বেগম (৫০)।

পবা উপজেলার তেকাটাপাড়া গ্রামে শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পাওয়া উজ্জ্বল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে আলু ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে বাসায় ফেরার সময় শিয়াল আক্রমণ করে। পরে কাছে থাকা বালতি ছুড়ে মেরে তিনি কোনো রকমে রক্ষা পান।

তার গ্রামের বাকি তিনজন ভেড়াপোড়া বিলে ছাগলকে ঘাস খাওয়ানোর সময় শিয়ালের আক্রমণের শিকার হন। তাদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।
এছাড়া শিয়ালের কামড়ে আহত ব্রহ্মপুর গ্রামের আলী জানান, বাজারে চা পানের জন্য বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় শিয়াল তার পায়ে কামড় দেয়।

দাওকান্দি গ্রামের আহত মোজ্জাফর হোসেনের ছেলে রুস্তম আলী জানান, তার বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে শিয়াল কামড় দেয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। এ ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় এখন শিয়াল আতঙ্ক বিরাজ করছে।

রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ রুহুল আমিন বলেন, ‘কেউ শিয়ালের কামড়ে আক্রান্ত হলে তার ক্ষতস্থান প্রাথমিকভাবে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর অবশ্যই ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। এছাড়া শিয়ালের কামড় থেকে রক্ষা পেতে বাড়ির পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি সন্ধ্যার পর ওইসব এলাকা এড়িয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..