টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সখিপুরে গলায় ফাঁস দিয়ে লাকী আক্তার(২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন।
রবিবার(২৫ মে) দুপুরে সখিপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড উখারিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাকী আক্তার আফাজ উদ্দিনের মেয়ে।
পরিবারসূত্রে জানা যায়, লাকীর বাবা আফাজ উদ্দিন সকালে খাওয়া-দাওয়া শেষে কাজের উদ্দেশ্যে বের হন। কাজ শেষে আনুমানিক বেলা ২ টার দিকে বাড়িতে এসে দেখেন গেইট তালাবদ্ধ। পরে গেইটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করলে মেয়ের ঝুলন্ত লাশ দেখে কান্নাকাটি শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লাকীর চাচা লাল মিয়া জানান, লাকীর সাথে উপজেলার কালিদাস গ্রামের সোহাগের সাথে বিয়ের কথাবার্তা চলছিলো। হঠাৎ করে এমন কাজ করবে তাঁর কল্পনাও করিনি।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...