শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নাসিক এর ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষনা স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা  রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার হাসান আলীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  রূপগঞ্জে গ্যাসের চার শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ইউএনও’র নির্দেশে বে-আইনি ভাবে বালু উত্তোলনের গর্তে ডুবে এক শিশুর মৃত্যু তেঁতুলিয়ায় বিএম কলেজ অধ্যক্ষের বিরূদ্ধে নিয়োগ বাণিজ্যে এলাকাবাসীর মানববন্ধন

ইরানের পাশে দাঁড়াল পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে বলেন, `আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে সর্বাত্মক সহযোগিতা করব।‘

তিনি আরও বলেন, `ইসরায়েল শুধু ইরান নয়, ইয়েমেন ও ফিলিস্তিনকেও টার্গেট করেছে। যদি মুসলিম রাষ্ট্রগুলো এখনই ঐক্যবদ্ধ না হয়, তাহলে একে একে সবাইকে একই পরিণতির মুখোমুখি হতে হবে।‘

প্রতিরক্ষামন্ত্রী আসিফ সব মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (OIC)-কে একটি জরুরি বৈঠক ডাকার অনুরোধ করেন, যাতে একটি যৌথ কৌশল নির্ধারণ করা যায়।

তার ভাষায়, ইসলামি জাহানের এখন ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার সময়। আলাদা আলাদা নিন্দা যথেষ্ট নয়। প্রয়োজন সম্মিলিত প্রতিরোধ।

পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার এক বিবৃতিতে বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের এই আক্রমণ তাদের সার্বভৌমত্বের জঘন্য লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ইরানের পাশে থাকছি।

ইরান ও পাকিস্তানের মধ্যে প্রায় ৭৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। উভয় দেশ দীর্ঘদিন ধরে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে। সম্প্রতি সীমান্ত এলাকায় উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে কৌশলগত ঘনিষ্ঠতা আরও জোরদার হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..