শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় ‘ভালোবাসার দহন’ ও ‘পুষ্প কাহন’ দুটি বইয়ের মোড়ক উন্মোচন

জুলহাস উদ্দীন / ৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

পঞ্চগড় প্রতিনিধি: এবারের বই মেলায় প্রকাশ পেয়েছে তেঁতুলিয়ার দুই লেখকের বই। গ্রামীণ জনপদে নতুন লেখকদের উদ্বুদ্ধ ও পাঠকদের কাছে তুলে ধরতে বই দুটি বইমেলার শেষ দিনে গ্রামে অনুষ্ঠানের মাধ্যমে ভালবাসার দহন ও পুস্প কাহন’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বুড়াবুড়ি মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয় মাঠে বুড়াবুড়ি উন্নয়ন সমবায় সমিতির আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে বই দুটির মোড়ক উন্মোচন করেন বেগম রোকেয়া সরকারি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক দেলোয়ার হোসেন।

বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ হামিদুল হাসান লাবু ও হারাদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (অব.) কবি গিয়াস উদ্দিন আহম্মেদ, বুড়াবুড়ি আয়ুব-উল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল, শালবাহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমেল হক, বুড়াবুড়ি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শামীম হোসেন এবং কবি, সাহিত্যিক ও নাট্যকার এড. মনোয়ার হোসেন হানিফ ও কবি ও সাহিত্যিক মকসেদ আলীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা বক্তব্যে বলেন, দেশের উত্তরের তেঁতুলিয়া থেকে দুই লেখকের বই প্রকাশিত হয়েছে তা অত্যন্ত আনন্দের বিষয়। বই তো সবাই লিখতে পারে না। সেই বইয়ের মোড়ক উন্মোচন করতে বুড়াবুড়ির মতো একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা নতুন লেখকদের যেমন উদ্বুদ্ধ করবে, তেমনি এখানকার মানুষরাও জানতে ও চিনতে পারবেন লেখকদের। এ সময় লেখকদের পরিচিতি নিয়ে বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বই দুটির উপন্যাস “ভালোবাসার দহন” এর লেখক কবি, সাহিত্যিক ও নাট্যকার এড. মনোয়ার হোসেন ও কাব্যগ্রন্থ ‘পুস্প কাহন’ এর লেখক কবি ও সাহিত্যিক মকসেদ আলী। বই দুটি’র প্রকাশক পলক রায়। প্রকাশিত হয়েছে অনন্য প্রকাশনী থেকে।

অনুষ্ঠান শেষে কবিদ্বয়কে স্মারক সম্মাননা প্রদান করা হয়। অমর একুশে বইমেলার ৬৬৯ স্টলে এবং পঞ্চগড় ভাষা সৈনিক সুলতান বইমেলার স্টলগুলিতে পাওয়া যাচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..