নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১ টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে
নিহত দিনমজুর নুরুল আমিন কালা(৪২)। উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদ ছেলে।
স্থানীয়রা জানায়, বেলা পৌনে ১১ টার দিকে আবুল কালাম সহ ৪ জন দিনমজুর জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯ টা থেকে বৃষ্টি শুরু হলে পৌনে ১১ টার দিকে তাদের পাশে বিকট শব্দে একটি বজ্রপাত হয়। এ সময় ৩ জন দিনমজুর দৌঁড়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে যেতে পারেননি। বজ্রপাতের শব্দে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রহমান মঞ্জুর বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...